‘বোমা ফেলে যারা মানুষ মারে জ্বালায় আগুন ঘরে ঘরে ওদের হাতে মরছে কত অবোধ শিশু অকাতরে’ শুরুতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে বোমা দগ্ধ শিশুদের প্রতি সমবেদনা জানিয়ে ২১ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার সকাল সাড়ে ১০টায় কচি-কাঁচা মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের অনুষ্ঠান শুরু করে কচি-কাঁচার মেলার সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট কবি আসাদ চৌধুরী, কবি হারিসুল হক, মেলার সহ-সভাপতি কবি ও স্থপতি রবিউল হুসাইন, মেলার প্রবীণ সদস্য অধ্যাপক হাজেরা নজরুল, মেলার তরুণ সদস্য রাশেদুল হাসান জুনায়েদ ও শিশু বক্তা মিমহা বিনতে মনির নুহা, সৈয়দা রামিসা মুনিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ। শহীদ দিবস উপলক্ষে মেলা আয়োজিত গত ১৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে অনুষ্ঠিত হাতের লেখা, বানান ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কবি আসাদ চৌধুরী।
কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের ভাইবোনেরা অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের উপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
0 Comments