Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

চিঠি বিলি (কবিতা)



রোকনুজ্জামান খান (দাদাভাই)

ছাতা মাথায় ব্যাঙ চলেছে
চিঠি বিলি করতে,
টাপস টুপুস ঝরছে দেয়া---
ছুটছে খেয়া ধরতে।
খেয়ানায়ের মাঝি হল
চিড়িং মাছের বাচ্চা,
দু চোখ বুজে হাল ধরে সে
জবর মাঝি সাচ্চা।
তার চিঠিও এসেছে আজ
লিখছে বিলের খলসে,
সাঁঝের বেলার রোদে নাকি
চোখ  গেছে তার ঝলসে।
নদীর ওপার গিয়ে ব্যাঙা
শুধায় সবায়: ভাইরে,
ভেটকি মাছের নাতনি নাকি
গেছে দেশের বাইরে?
তার যে চিঠি এসেছে আজ
লিখছে বিলের কাতলা:
এবার সারা দেশটি জুড়ে
নাববে দারুন বাদলা।
তাইতো নিলাম ছাতা কিনে
আসুক এবার বরষা
চিংড়ি মাঝির খেয়া না’ আর
ছাতাই আমার ভরসা।

Post a Comment

0 Comments

যে দোয়া পড়া সুন্নত কঠিন বিপদ থেকে বাঁচতে