জাতীয় শিশু দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা ১৭ মার্চ ২০১৬ বৃহম্পতিবার
বিকেল ৪টায় কচি-কাঁচা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদা আলী। আলোচনায় অংশগ্রহণ করেন কবি রুবি রহমান, দিল মনোয়ারা মনু এবং আমানুল হক এবং শিশু বক্তা আদিবা। এতে সভাপতিত্ব করবেন মেলার সহ-সভাপতি ড. রওশন আরা ফিরোজ।
শেষে মেলার কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের ভাইবোনদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।https://www.facebook.com/CentralKachiKancharMela/
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদা আলী। আলোচনায় অংশগ্রহণ করেন কবি রুবি রহমান, দিল মনোয়ারা মনু এবং আমানুল হক এবং শিশু বক্তা আদিবা। এতে সভাপতিত্ব করবেন মেলার সহ-সভাপতি ড. রওশন আরা ফিরোজ।
শেষে মেলার কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের ভাইবোনদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।https://www.facebook.com/CentralKachiKancharMela/
0 Comments