Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মহান শহীদ দিবস উদযাপন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় ২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার বিকেল চারটায় কচি-কাঁচা মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ঢাকার চকবাজার অগ্নিকাকণ্ডে হতাহতদের উদ্দেশে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য সম্পর্কে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলার প্রবীণ সদস্য, কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’১৮ বিজয়ী ডাঃ মোহিত কামাল। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন মেলার প্রবীণ সদস্য একুশে পদকপ্রাপ্ত, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমানুল হক, মেলার সহ-সভাপতি ড. রওশন আরা ফিরোজ ও ছোট্ট ভাই সুদীপ্ত রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবে মেলার শিশু সদস্য নওমি হাসিন অরিণ। অনুষ্ঠানে শহীদ দিবস উপলক্ষে মেলা আয়োজিত হাতের লেখা ও বানান প্রতিযোগিতা এবং গল্পবলা ও বইপড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের ভাইবোনেরা অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের উপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।





Post a Comment

0 Comments

যে দোয়া পড়া সুন্নত কঠিন বিপদ থেকে বাঁচতে