Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ইসলাম ও নৈতিক শিক্ষা

ইসলাম ও নৈতিক শিক্ষা
(তৃতীয় শ্রেণী)
কিছু মন্তব্য
প্রথম অধ্যায়

পৃষ্ঠা ৪
“আল্লাহর সৃষ্টির সেবা করব”
(১)    এরপর যোগ করা প্রয়োজন-আল্লাহ আমাদেরকে তাঁর সৃষ্টির জন্য কি কি করতে বলেছেন।
(২)    আল্লাহ ভাল কাজ করতে বলেছেন সেই ভাল কাজ কি কি? মন্দ কাজ কি কি তা উল্লেখ করা।

পৃষ্ঠা ৬
শেষ লাইন “আল্লাহর থেকে নিরাশ হব না” এর পরিবর্তে “আল্লাহর রহমত থেকে নিরাশ হব না” লেখা ভালো।

পৃষ্ঠা ৮
“কুরআন মজিদ লেখা আরবি ভাষায়। আমরা আরবি ভাষা শিখব। কুরআন মজিদ পড়তে শিখব”। এই কথাগুলোর বদলে “আমরা কুরআন শরীফ শিখব” কথাটি লেখা হোক।

দ্বিতীয় অধ্যায়

পৃষ্ঠা ১
প্রথম লাইনে “ইবাদত অর্থ গোলামি করা” কথাগুলোর পরিবর্তে “ইবাদত অর্থ আল্লার আদেশ পালন করা” লেখা ভালো।
৮ম লাইনে “আমরা তাঁর গোলাম” এখানে গোলাম শব্দ ব্যাবহার না করে ‘বান্দা’ শব্দটি ব্যবহার করা উপযোগী।

পৃষ্ঠা ১৭
ওযুর ফরজে-৪ নম্বরে “গিরাসহ দুই পা একবার ধোয়া” এর পরিবর্তে ‘প্রথমে ডান পা তারপর বাম পা গিরা পর্যন্ত ধোয়া প্রয়োজন’ এই কথাটি বলা যায়।

পৃষ্ঠা ১৯
পাঁচ ওয়াক্ত সালাত অর্থ নামায সকলের উপর ফরজ। ‘তবে পাগলের ওপর ফরজ নয়’ একথা বলার দরকার নেই।

পৃষ্ঠা ২০
রোগী, অন্ধ, বোবা যে যে অবস্থায় আছে না বলে, “সুস্থ-অসুস্থ সবাইকেই নামায আদায় করতে হবে।”

তৃতীয় অধ্যায়
আখলাক (নৈতিক গুনণাবলী)

পরের প্যারায়
মহানবী (সঃ) বলেছেন “মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত”  এটা উপরে আসবে।

পৃষ্ঠা ৩০
করো বই খাতা, কলম চুরি করব না। এখানে চুরি শব্দটির বদলে ‘না বলে নিব না’ হলে ভালো হয়।

পৃষ্ঠা ৩৫
জীবে দয়া
পাখির বাচ্চা চুরি করে আনব না। এখানে চুরি শব্দটি ব্যবহার না করে, পাখির বাচ্চাকে তার বাসা থেকে তুলে আনব না। একথা লিখলে ভালো হয়।

Post a Comment

0 Comments

যে দোয়া পড়া সুন্নত কঠিন বিপদ থেকে বাঁচতে