মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় ২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলার যুগ্ম-সাধারণ সম্পাদক নিশাত শারমিন নিশি। আলোচনায় অংশনেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ, সহ-সভাপতি ড. রওশন আরা ফিরোজ, মেলার প্রবীণ সদস্য মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ এবং শিশু বক্তা ফাইরুজ মালিহা অদ্বিতীয়া। শিশু সভাপতি হিসেবে বক্তব্য রাখে রাজ্যশ্রী সাহা।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সুরবিতান, নৃত্যবিতান ও কথাবিতানের ভাইবোনেরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
0 Comments