Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

আর আমাদের ভয় নেই, মেয়েরা অস্ত্র হাতে তুলে নিয়েছে


                                       মিতিল আপা স্মরণে দিল মনোয়ারা মনু

মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল আমার বন্ধুÑ সেটি আমার অহঙ্কার। কারণ, শিরিন এক অকুতোভয় মানুষের নাম যিনি মাত্র ২০ বছর বয়সে আমাদের মহান মুক্তিযুদ্ধে পুরুষের পোশাক পরে এক হাতে যুদ্ধ করেন; একমাত্র নারী হিসেবে বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেন। মানবিক গুণসম্পন্ন মেধাবী সামাজিক এই মানুষটি বন্ধু হিসেবেও যে অসাধারণ, তার কাছের বন্ধুরা সবাই একবাক্যে তা স্বীকার করবেন। শিরিন এবং আমিÑদুজনেই দীর্ঘদিন কচি-কাঁচার মেলা করি। শিরিন ছাত্রজীবনে কুমিল্লা পূর্বাশা মেলা এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সঙ্গে যুক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত সে উপদেষ্টার দায়িত্ব পালন করে গেছেন। ২০ জুলাই সে চলে গেছেন না ফেরার দেশে।

শিরিনের মা এবং বাবা কচি-কাঁচার মেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। আমিও দীর্ঘসময় ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত। বর্তমানে সহসভাপতির দায়িত্ব পালন করছি। সেই সূত্রে দীর্ঘদিন বিভিন্ন কর্মসূচি পালনে মিতিল ও আমি একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের বন্ধুত্ব তাতে আরও গভীর হয়। সবচেয়ে আনন্দের কথা, আমাদের দুজনের জন্ম একই সালে, একই তারিখে; ১৯৫১ সালের ২ সেপ্টেম্বর। চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে বেইজিংয়ে আয়োজক কর্তৃপক্ষ আমাদের দুজনকে একসঙ্গে শুভেচ্ছা জানিয়েছিল। সেই মধুর স্মৃতি রোমন্থন করে আমরা প্রায়ই পুলকিত হতাম।

১৬ জুলাই কচি-কাঁচার মেলায় আয়োজিত এক অনুষ্ঠানে রাত দশটা পর্যন্ত দুজন একসঙ্গে ছিলাম। অনুষ্ঠান শেষে খেয়ে ওকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমি বাড়ি ফিরি। সেদিন শিরিন গাড়িতে অনেক কথা বলেছিলেন।

একটি কথা আজ আমার খুব মনে পড়ছে। মা-বাবা প্রসঙ্গে কথা বলার সময় একপর্যায়ে বলেছিলেন, মা-বাবার দীর্ঘদিন বেঁচে থাকাটা সন্তানের জন্য খুব জরুরি। তাহলে তারা ছায়াশূন্য, আলোশূন্য হয় না। অবচেতন মনে শিরিনের কী সেদিন শঙ্কা ছিল তাঁর সন্তানের জন্য। কে জানে!

শিরিন এক রাজনৈতিক পরিবারের মেয়ে। মা সেলিনা বানু এবং বাবা খন্দকার শাহজাহান মোহাম্মদ কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন। বাবা বিখ্যাত শ্রমিকনেতা। মা যুক্তফ্রন্টের হয়ে বিপুল ভোটে জয়ী হয়ে এমএলএ নির্বাচিত হয়েছিলেন। মা-বাবার প্রতিবাদী ও প্রগতিশীল রাজনীতির ধারা তাঁর মনে দারুণ প্রভাব বিস্তার করেছিল। মুক্তিযুদ্ধে তাই তাঁর এই দুঃসাহসী ভূমিকা; যা তাঁকে অবিস্মরণীয় করে রাখবে।


Post a Comment

0 Comments

যে দোয়া পড়া সুন্নত কঠিন বিপদ থেকে বাঁচতে