বাংলাদেশের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কচি-কাঁচার মেলার ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ অক্টোবর ২০১৯, শুক্রবার, বিকেল চারটায় ৩৭/এ, সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে এক আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল
ইসলাম। স্মৃতিচারণ ও আলোচনা পর্বে অংশ নেবেন মেলার ট্রাস্টিবোর্ডের সদস্য
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ. টি. এম শামসুল হুদা, মেলার সভাপতি
খোন্দকার ইব্রাহিম খালেদ, মেলার ট্রাস্টিবোর্ডের সদস্য বাংলা একাডেমির
সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান এবং মেলার সহ-সভাপতি কবি রুবী রহমান।
শিশু বক্তা থাকবে উষসী দিবাংশু তমঘœ মহীন এবং সভাপতি থাকবে শিশু সদস্য
শবনম মুশতারী রিমঝিম।
0 Comments