কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সহ-সভাপতি দিল মনোয়ারা মনু-র আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন খোন্দাকার ইব্রাহিম খালেদ, কবি রুবী রহমান, কবি ও স্থপতি রবিউল হুসাইন, শিল্পী আবুল বারক আলভী, আলপনা চৌধুরী, অধ্যাপক রূপা চক্রবর্তী, শিল্পী বুলবুল মহলানবীশ, খোন্দকার মো. আসাদুজ্জামান, ডি.ডি ঘোষাল প্রমুখ। তাঁরা তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং স্বজনদের সহমর্মিতা জানান।
0 Comments