Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

জয়নুল-জসীম-আলমুতী জন্মোৎসব শিশু-কিশোর প্রতিযোগিতা-২০১৯


 

(প্রতিযোগিতা সংক্রান্ত নিয়মাবলি)

কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা প্রতি বছরের মত এবারও জয়নুল-জসীম ও আল মুতীর জন্মবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় ২ থেকে ১৮ বছর পর্যন্ত বাংলাদেশের সকল শিশু-কিশোর অংশগ্রহণ করতে পারবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঃ

স্থান ঃ কচি-কাঁচা ভবন, ৩৭/এ, সেগুনবাগিচা, ঢাকা-১০০০
তারিখ ঃ ২০ ডিসেম্বর. ২০১৯, শুক্রবার
সময় ঃ সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১টা
‘ক’ বিভাগ ঃ ২ বছর থেকে ৭ বছর পর্যন্ত
‘খ’ বিভাগ ঃ ৭ এর অধিক থেকে ১১ বছর পর্যন্ত
‘গ’ বিভাগ ঃ ১১ এর অধিক থেকে ১৮ বছর পর্যন্ত
বিষয় ঃ উন্মুক্ত (যেকোন বিষয়ে ছবি আঁকা যাবে)

প্রতিযোগিতার সময় প্রতিযোগীদের কাগজ ছাড়া অন্যান্য সকল সরঞ্জাম সঙ্গে আনতে হবে।

আবৃত্তি প্রতিযোগিতাঃ
স্থান ঃ কচি-কাঁচা ভবন, ৩৭/এ, সেগুনবাগিচা, ঢাকা-১০০০
তারিখ ঃ ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার
সময় ঃ সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১টা
‘ক’ বিভাগ ঃ ৩ বছর থেকে ৭ বছর পর্যন্ত
‘খ’ বিভাগ ঃ ৭-এর অধিক থেকে ১১ বছর পর্যন্ত
‘গ’ বিভাগ ঃ ১১-এর অধিক থেকে ১৮ বছর পর্যন্ত
বিষয় ঃ কবি জসীম উদদ্ীনের লেখা যে কোন কবিতা

প্রতিযোগীদের নাম, পিতা/মাতার নাম, ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শ্রেণি, বিদ্যালয়/সংগঠনের নাম ও ফোন নম্বর সহ ১৫ ডিসেম্বরের মধ্যে ৩৭/এ, সেগুন বাগিচাস্থ কচি-কাঁচা ভবনে তালিকাভুক্ত করতে হবে। ফরম কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা ৩৭/এ সেগুনবাগিচার কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। kachikancha@yahoo.com/ centralkachikancharmela@gmail.com ই-মেইলে ফরম পূরণ করে পাঠানো যাবে।

বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা
স্থান ঃ কচি-কাঁচা ভবন, ৩৭/এ, সেগুনবাগিচা, ঢাকা-১০০০
তারিখ ঃ ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার
সময় ঃ সকাল ১১টা
‘ক’ বিভাগ ঃ ৮ থেকে ১১ বছর পর্যন্ত।
‘খ’ বিভাগ ঃ ১১ এর অধিক থেকে ১৪ বছর পর্যন্ত
‘গ’ বিভাগ ঃ ১৪+ এর অধিক থেকে ১৮ বছর পর্যন্ত

অংশগ্রহণে ইচ্ছুক বিজ্ঞান ক্লাব, সংগঠন, বিদ্যালয়ের উৎসাহী শিশু-কিশোরদের নাম, পিতা/মাতার নাম, ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শ্রেণি, বিদ্যালয়/সংগঠনের নাম ও ফোন নম্বর সহ ১৫ ডিসেম্বরের মধ্যে ৩৭/এ, সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা ভবনে তালিকাভুক্ত করতে হবে। ফরম কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার ৩৭/এ, সেগুনবাগিচার কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। kachikancha@yahoo.com/ centralkachikancharmela@gmail.com ই-মেইলে ফরম পূরণ করে পাঠানো যাবে।

পুরস্কার ঃ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বয়সভিত্তিক বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার সহ একাধিক মেধা পুরস্কার প্রদান করা হবে।
আবৃত্তি প্রতিযোগিতায় তিনটি বয়সভিত্তিক বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার প্রদান করা হবে।

বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বয়সভিত্তিক তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র ২৭ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, সকাল ১০টায় অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে। অনুষ্ঠানটি কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বিচারকমন্ডলী ঃ
জাতীয়ভাবে সুপরিচিত বিষয়ভিত্তিক অভিজ্ঞ ব্যক্তিবৃন্দের সমন্বয়ে বিচারকম-লীর একটি প্যানেল বিচার কাজ স¤পন্ন করবেন।

বিচারকমণ্ডলীর সমন্বিত রায়ের ভিত্তিতেই ফলাফল নির্ধারিত হবে এবং তাঁদের রায়ই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

Post a Comment

0 Comments

যে দোয়া পড়া সুন্নত কঠিন বিপদ থেকে বাঁচতে