পৃথিবী জুড়ে এখন মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যা বিশ্ববাসী দেখছে। দেশের সাথে দেশ যোগাযোগ বন্ধ। লক ডাউন। বিভাগের সাথে বিভাগ যোগাযো বিচ্ছিন্ন। লক ডাউন। জেলার সাথে জেলার লক ডাউন। শেষ পর্যন্ত গ্রামের সাথে গ্রাম এবং প্রতিটি ঘরের চলছে হোম কোয়ারেন্ট। এর মধ্যে বাঙালী জাতির এক আনন্দ মুর্হুত দিন হলো 1 লা বৈশাখ। আমরা উদযাপন করতে পারছি না। তাই অতীতের কিছু স্মৃতি তুলে ধরেলাম একটি ভিডি।
0 Comments