Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

সূরা ফাতিহার বাংলা উচ্চারণ, অনুবাদ , বৈশিষ্ট্য এবং ফজিলত এবং আমল

সূরা আল-ফাতিহা

আল-ফাতিহা

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

উচ্চারণ : বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।

অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

উচ্চারণ : আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।

অনুবাদ : যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

الرَّحْمَٰنِ الرَّحِيمِ

উচ্চারণ : আররহমা-নির রাহি-ম।

অনুবাদ : যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

مَالِكِ يَوْمِ الدِّينِ

উচ্চারণ : মা-লিকি ইয়াওমিদ্দি-ন।

অনুবাদ : বিচার দিনের একমাত্র অধিপতি।

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

উচ্চারণ : ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন

অনুবাদ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

উচ্চারণ : ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম

অনুবাদ : আমাদের সরল পথ দেখাও।

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

উচ্চারণ : সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।

অনুবাদ : সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

 

সূরা ফাতিহার বৈশিষ্ট্য: 

 

১. সূরা ফাতিহা পবিত্র কুরআনে  সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। তাওরাত, জুবুরম ইনজিন কুরআন কোন কিতাবে এই সূরার তুলনীয় কোন সূরা নেই। ( বুখারি, মিশকাত ২১৪২)

২. সূরা ফাতিহা ও বাকারা‘র শেষ তিনটি আয়াত হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর যা ইতিপূর্বে কোন নবীকে দেওয়া হয়নি। ( মুসলিম শরীফ: ৮০৬)

৩. যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ না করলে, তার ছালাত অপূর্ণাঙ্গ। রাসুলূল্লাহ (স:) এই কথাটি তিনবার বলেন (মিশকাত: ৮২৩) 

৪. আবু সাঈদ খুদরী রা বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফুঁ দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন। (বুখরি শরীফ : ৫৪০৫)

সূরা ফাতিহার ফজিলত

 

  • সূরাতুল ফাতিহার গুরুত্ব ফজিলত অনেক। হযরত ওবায়েদ বিন কা' রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহর কুদরতি হাতে আমার জান বিদ্যমান ইঞ্জিল, যাবুর, কোরআনে সূরাতুল ফাতিহার চেয়ে অনেক বেশি মর্যাদা পূর্ণ অন্য কোন সূরা অবতীর্ণ করা হয়নি।
  • হযরত আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন- ঘটনাক্রমে আমরা একদিন হযরত রাসূলে কারীম সাঃ এর নিকট উপস্থিত ছিলাম। হঠাৎ একজন ফেরেশতা হাজির হয়ে তার খেদমতে আরজ করলেন, ইয়া রাসুলাল্লাহ! আপনি দুইটি নুরের সুসংবাদ গ্রহণ করুন। যা আপনাকে প্রদান করা হয়েছে এবং অন্য কোন নবী রাসুলকে প্রদান করা হয়নি। উহার একটি নূর হলো সুরাতুল ফাতিহা অপরটি হল সূরা বাকারার শেষ আয়াতদ্বয়। ইয়া রাসুলাল্লাহ! আপনি উল্লেখিত আয়াত এর অন্তর্ভুক্ত যে কোন একটি দোয়া পাঠ করবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে। (মুসলিম শরীফ)
  • হযরত হুযাইফা বিন ইয়ামান (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত রাসূলে পাক সাঃ এরশাদ করেছেন- আল্লাহ পাক যখন কোনো মানুষের উপর কোন শাস্তি অবধারিত করেন, অতঃপর তাদের মধ্য হতে কোন বালক পবিত্র কুরআনের সূরা ফাতিহা পাঠ করে এবং আল্লাহ পাক তা শ্রবণ করেন তখন আল্লাহ পাক উহার বরকতে তাদের থেকে ৪০ বছর পর্যন্ত শাস্তি উঠিয়ে নেন। হাদীস দ্বারা বুঝা যায় যে সূরা ফাতিহার পর যদি কোনো মানুষের উপর থেকে নির্ধারিত শাস্তি উঠে যায় তাহলে ব্যক্তিগত পারিবারিক বালা-মুসিবত দূর হয়ে যাবে তাতে কোনো প্রকার সন্দেহ থাকতে পারে না। 

  

সূরা ফাতিহার আমল

হাদীস শরীফে আছে, সূরা ফাতিহার যাবতীয় রোগ ব্যাধির প্রতিষেধক আর এই জন্য সূরা ফাতিহার এক নাম হলো সূরাতুশ শিফা। আল্লামা ইবনুল কাইয়ুম বলেন, প্রত্যেক রোগের খাছ খাছ ওষুধ আছে। কিন্তু আমি প্রত্যেক রোগের চিকিৎসা সূরা ফাতিহা দ্বারা করে থাকি। উহাতে আশ্চর্য রকমের ফল দেখা গেছে। মক্কা শরীফে অবস্থান করা কালে আমি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের অভাবে সুরাতুল ফাতিহার আমল করেছিলাম। উহাতে আমি বিশেষভাবে উপকৃত হয়েছিলাম।

যে ব্যক্তি ফজরের সুন্নত ফরজের মধ্যবর্তী সময়ে ৪১ বার করে ৪১ দিন সূরা ফাতিহা পাঠ করবে। সে তার উদ্দেশ্যে সফলকাম হবে। অনুরূপভাবে সূরাতুল ফাতিহা পাঠ করে রোগীর ওপর দম করলেও রোগ মুক্তি লাভ হয়।

এছাড়া কে যদি মেশক জাফরান গোলাপের কালি দিয়ে সীসার পাত্রে সূরাতুল ফাতিহা লিখে ৪০ দিন পর্যন্ত রোগীকে পানি পান করায়, তাহলে সে আরোগ্য বা সুস্থ লাভ করবে।

 

ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি বলেন, সূরা ফাতিহা পাঠ করে ৪০ বার পানিতে দম করে জ্বরে আক্রান্ত রোগীর চেহারায় ছিটিয়ে দিলে জ্বর দূরীভূত হয়। (নুরুল কুলুব, খাজিনাতুল আসরার)

 

হযরত আনাস রাঃ হতে বর্ণিত, যখন তুমি সূরাতুল ফাতিহা এখলাছ তেলওয়াত করবে তখন মৃত্যু ছাড়া সমস্ত বিপদ হতে তুমি মুক্তি লাভ করবে। 

 

 

Post a Comment

1 Comments

  1. HOW I GOT CURED FROM ALZIEMEIR DISEASE

    I was diagnosed with (AlziemeirALZIEMEIR Disease) for the past 2years which made me lose my job and my relationship with my Fiance after he discovered that I was having Alziemeir disease, she left me and I tried all my best to make her stays, but she neglected me until a friend of mine from UK told me Great healer, who will restore my life back with his powerful healing herbal medicine. Then he sent me his email address to contact him- drimolaherbalmademedicine@gmail.com. And i quickly contacted him, and he said my condition will be solved within weeks, that he will treat the disease immediately only if I can accept trust on him and accept his terms and condition, I Agreed because I was so much in need of help by all means, so I did all he instructed me to do. And surprisingly after two weeks, He sent me a text, that I should hurry up to the hospital for a checkup, which i truly did, I confirm from my doctor that I am now ( Alziemeir Negative) my heart filled with joy, because truly the disease deprived me of many things from my life, This is a Miracle, dr imoloa also uses his powerful herbal medicine to cure the following diseases: lupus disease, mouth ulcer, mouth cancer, body pain, fever, hepatitis A.B.C., syphilis, diarrhea, HIV/AIDS, Huntington's Disease, back acne, Chronic renal failure, addison disease, Chronic Pain, Crohn's Disease, Cystic Fibrosis, Fibromyalgia, Inflammatory Bowel Disease, fungal nail disease, Lyme Disease, Celia disease, Lymphoma, Major Depression, Malignant Melanoma, Mania, Melorheostosis, Meniere's Disease, Mucopolysaccharidosis , Multiple Sclerosis, Muscular Dystrophy, Rheumatoid Arthritis, Alzheimer's Disease, parkison disease, vaginal cancer, epilepsy, Anxiety Disorders, Autoimmune Disease, Back Pain, Back Sprain, Bipolar Disorder, Brain Tumour, Malignant, Bruxism, Bulimia, Cervical Disk Disease, cardiovascular disease, Neoplasms, chronic respiratory disease, mental and behavioural disorder, Cystic Fibrosis, Hypertension, Diabetes, asthma, Inflammatory autoimmune-mediated arthritis. Chronic kidney disease, inflammatory joint disease, impotence, feta alcohol spectrum, Dysthymic Disorder, Eczema, tuberculosis, Chronic Fatigue Syndrome, constipation, inflammatory bowel disease, bone cancer, lung cancer. contact him on email- drimolaherbalmademedicine@gmail.com

    ReplyDelete

যে দোয়া পড়া সুন্নত কঠিন বিপদ থেকে বাঁচতে