Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

যখনি টাকার প্রয়োজন । দোয়াটি ২১ বার পড়ুন

 যখনি টাকার প্রয়োজন । দোয়াটি ২১ বার পড়ুন

 

 

যখনি টাকার প্রয়োজন । দোয়াটি ২১ বার পড়ুন ১ সেকেন্ডের মধ্যে গায়েবী সাহায্য পাবেন

 

অভাব হওয়ার আমলঃ যে ব্যক্তি নিজের জন্য ‘ইস্তেগফার’ (ক্ষমা প্রার্থনা) আবশ্যক করে নেবে, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাইরে। (সুনানে নাসায়ি) অভাব হওয়ার দোয়াঃ হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বর্ণিত হাদিস থেকে জানা যায়, প্রিয়নবী স. এরকম একটি দোয়া পড়তেন, যেখানে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে। দোয়াটি হলো— বাংলা উচ্চারণ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা; ওয়াত তুক্বা; ওয়াল আফাফা; ওয়াল গেনা। বাংলা অর্থ- হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। (মুসলিম: ২৭২১) 

 

আল্লাহ্‌ তায়ালা আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি পড়ার মাধ্যমে আমাদের সকল অভাব দূর করে দিন। আমিন।  

Post a Comment

0 Comments

যে দোয়া পড়া সুন্নত কঠিন বিপদ থেকে বাঁচতে