রোকনুজ্জামান খান (দাদাভাই)
বগার বাড়ি মাছের হাঁড়ি
গড়াগড়ি যায়,
বাঁশের মাথায় চড়ে বগা
পাবদা-পুঁটি খায়।
কানা বগি কাল পেড়েছে
তিন তিনটি ডিম,
একটা ফুটো, একটা কানা
একটা নাকি ধরতে মানা
সে ডিম ফুটে তিনটে ছানা
হাট্টিমা টিম্ টিম্
সাজনা তলে বাজনা বাজায়
ডিম্ ডিমা ডিম্ ডিম্ ।
দেশবিদেশের রাত-পাগল
আনল ধরে রামছাগল।
সেই ছাগলই গোটা তিনেক
পাড়ল হাঁসের ডিম,
একটা তেতো একটা খাটা
একটা যেন মরিচবাটা
তিন তোতলা নাম দিল তার
হাট্টিমা টিম্ টিম্,
ছয় হাবা সেই ডিম দিয়ে ভাই
খেলছে লাটিম টিম্।
0 Comments