Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ক্যামেলসাহেব (কবিতা)



রোকনুজ্জামান খান (দাদাভাই)


উট ছিল ভাই আরব দেশে
সাহেব হল বিলাত এসে।
টাই টুপি আর চশমা এঁটে,
লোক দেখিয়ে চলেন হেঁটে।
হঠাৎ সাহেব পথের মাঝে,
জবর চালে খোশ মেজাজে
পাইপ মুখে ঠায় দাঁড়িয়ে,
ছাড়েন ধোঁয়া মুখ বাড়িয়ে।
তাই না দেখে আঁতকে উঠে,
পথের মানুষ পালায় ছুটে।

অমনি সাহেব আসেন তেড়ে,
ইংরেজি কন চার-পা নেড়ে।
বলেন: ছিলাম উটের দেশে,
‘ক্যামেল’ হলাম বিলাত এসে।
সেই থেকে কেউ দেখলে তাকে
‘ক্যামেলসাহেব’ বলেই ডাকে।

Post a Comment

0 Comments

যে দোয়া পড়া সুন্নত কঠিন বিপদ থেকে বাঁচতে