ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে জরুরি ভিত্তিতে উপজেলা পরিষদের অর্থানুকূল্যে তিতাস মেলার জরাজীর্ণ কার্যালয়টিকে ব্যাপক সংস্কার করা হয়েছে। ফলে মেলা কার্যালয়ে কাঠের নতুন দরজা-জানালা লাগানো,ফ্লোরে টাইলস ফিটিং ,নতুন করে চুনকাম ও রংয়ের কাজ সম্পন্ন হয়।
গত ২২ ডিসেম্বর সকালে সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সংস্কারকৃত তিতাস মেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এ সময় মেলার ভাই বোনেরা গান গেয়ে অতিথিদের বরণ করে নেয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম , ইউ এন ও সালেহীন তানভীর গাজী, জেলা পরিষদ সদস্য বোরহানউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার, তিতাস মেলার পরিচালক আবু কামাল খন্দকার ও সংগঠক মধাব ঘোষসহ মেলার ভাইবোনেরা। সংসদ সদস্য তিতাস মেলার সংগীত শিক্ষার্থীদের জন্য উন্নত মানের একটি হারমোনিয়াম ও এক সেট তবলা উপহার দেয়ার ঘোষণা দেন।
0 Comments