১৬ ডিসেম্বর সকালে ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজ ও ডিসপ্লে দুটিতেই খ-গ্রুপে নবীনগর তিতাস মেলার বোনদল প্রথম স্থান অর্জন করে। ডিসপ্লে প্রতিযোগিতায় মেলার বোনেরা নৃত্যের তালে তালে নবান্ন উৎসব পরিবেশন করে। স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল তিতাস মেলার পরিচালক আবু কামাল খন্দকারের হাতে পুরস্কার হিসেবে দুটি ক্রেস্ট ও দুটি গোলাপ চারা তুলে দেন। এ সময় সাবেক এম পি এড: জিকরুল আহমেদ খোকন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, মেয়র মো: মাইনউদ্দিন মাঈনু , ইউ এন ও সালেহীন তানভীর গাজী , তিতাস মেলার সংগঠক মাধব ঘোষ সহ মেলার ভাই বোনেরা উপস্থিত ছিলেন।
0 Comments