আমি ফারমিহা আহমেদ শ্রেষ্ঠা (বয়স-9)
লাল সবুজ মানে স্বাধীনতা, লাল সবুজ মানে আমার অধিকার, লাল সবুজ মানে মুক্তভাবে নিজের বাক স্বাধীনতা। যে স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা নয় মাস যুদ্ধ করেছেন। ত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন। আমি স্মরণ করতে চাই স্বাধীনতা যুদ্ধে যাঁরা হতাহত হয়েছেন তাঁদের স্মরণ করি গভীর শ্রদ্ধার সঙ্গে। তাঁরা আমার গর্ব, তাঁরা আমার অহংকার। তাঁদের কোনদিন ভুলতে পারবো না। লাল সবুজের পতাকা মানে আমার দেশ। বাংলাদেশ।
আমি বাবার কাছ থেকে শুনেছি কচি-কাঁচার মেলার অনেক সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। কচি-কাঁচার মেলার দাদাভাই বলতেন কচি-কাঁচারা মুক্তিযোদ্ধা হয়েছে কিন্তু একজনও রাজাকার হয়নি এ কথাও আমি বাবার কাছেই শুনেছি। আমি সেই বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মিতিল আপাকে দেখেছি। তাঁর কাছ মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। যুদ্ধের গল্প শুনে মনে হচ্ছিল- আমি যদি ঐ সময় থাকতাম, তাহলে মিতিল আপার মতো আমিও যুদ্ধে অংশ নিতাম। আমিও দেশকে স্বাধীন করতে পারতাম। এক হাতে যুদ্ধের অস্ত্র অন্য হাতে লাল সবুজের পতাকা নিয়ে ঝাঁপিয়ে পড়তাম শক্রর মোকাবেলায়।
আমি স্মরণ করতে চাই সেইসব বীর মুক্তিযোদ্ধাদের, যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা একটি দেশ ও একটি পতাকা পেয়েছি। আমি ধারণ করি এবং গর্ব করে বলতে পারি লাল সবুজ মানেই স্বাধীনতা। আমার দেশ আমার পতাকা। সবাইকে ধন্যবাদ।
0 Comments