জাতীয় শিশু দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা ১৭ মার্চ ২০১৯ বিকেল সাড়ে চারটায় কচি-কাঁচা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য বিশিষ্ট কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এতে স্বাগত বক্তব্য রাখেন মেলার সাধারণ সম্পাদক আলপনা চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ, সহ-সভাপতি কবি ও স্থপতি রবিউল হুসাইন এবং শিশু বক্তা ফাতেমা আলী রোদেলা। শিশু সভাপতি হিসেবে বক্তব্য রাখে মেলার কর্মীবোন তাহিয়া তাহসিন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সুরবিতান, নৃত্যবিতান ও কথাবিতানের ভাইবোনেরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
0 Comments