কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক রোকনুজ্জামান খান দাদাভাই-এর ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ এপ্রিল ২০১৮ মঙ্গলবার সন্ধ্যা ৫.০০টায় ৩৭/এ সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার উদ্যোগে শিশু-কিশোরদের এক আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক, মেলার ট্রাস্টিবোর্ডের সদস্য জনাব শামসুজ্জামান খান। স্বাগত বক্তব্য রাখেন মেলার সাধারণ সম্পাদক আলপনা চৌধুরী। আলোচনায় অংশনেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ, সহ-সভাপতি দিল মনোয়ারা মনু, মেলার প্রবীণ সদস্য ডাঃ মোহিত কামাল ও মেলার ছোটবোন ফাহরিন শাহান ছড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবে মেলার শিশু সদস্য আদিব কিবরিয়া।
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের ভাইবোনেরা অনুষ্ঠানে দাদাভাইয়ের উপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
0 Comments