শাহরিন
শাহান ছোঁয়া
কচি-কাঁচাদের সকলের ভালবাসার অপর
নাম দাদাভাই। শিশুরা
ছিল তাঁর কাছে সবচেয়ে
ভালবাসার। তাই
হয়তোবা তিনি কচি-কাঁচার
মত শিশু-সংগঠন প্রতিষ্ঠা
করেন। তিনি
চেয়েছিলেন সকল শিশু যাতে
দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ
নিজের মধ্যে ধারণ করে
বড় হয়ে উঠে।
রোকনুজ্জামান খান দাদাভাইয়ের অকৃত্রিম
অবদান কচি-কাঁচার মেলা। তাঁর
সম্পর্কে যত
বলা হোক না কেন
ততই কম হবে।
আজ রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ৯৪
তম জন্মবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা
ও ভালবাসা।
রোকনুজ্জামান
খান দাদাভাইয়ের ৯৪ তম জন্মবার্ষিকী
উপলক্ষ্যে কেন্দ্রীয় কচিÑকাঁচার মেলার
মিলনায়তনে ৯ এপ্রিল ২০১৯
মঙ্গলবার সন্ধ্যা ৫.০০টায় আনন্দানুষ্ঠানের
আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতি
গবেষক, মেলার ট্রাস্টিবোর্ডের সদস্য
শামসুজ্জামান খান। স^াগত বক্তব্য রাখেন
মেলার সাধারণ স¤পাদক
আলপনা চৌধুরী। আলোচনায়
অংশনেন মেলার সভাপতি খোন্দকার
ইব্রাহিম খালেদ, সহ-সভাপতি
দিল মনোয়ারা মনু, মেলার প্রবীণ সদস্য ডা.
মোহিত কামাল ও মেলার
ছোটবোন ফাহরিন শাহান ছড়া। অনুষ্ঠানে
সভাপতিত্ব করে মেলার শিশুসদস্য
আদিব কিবরিয়া। অনুষ্ঠানে
উপস্থাপনা করে মেলার বোন
স্নেহা ও ভাই সুদীপ্ত।
অনুষ্ঠানে
স^াগত বক্তব্য রাখেন
মেলার সাধারণ স¤পাদক
আলপনা চৌধুরী। তিনি
দাদাভাইকে কচি-কাঁচাদের পক্ষ
থেকে শ্রদ্ধা ও ভালবাসা জানান। তিনি
বলেন,‘দাদাভাই সব সময় আমাদের
মাঝে বেঁচে থাকবেন।’
এরপর
মেলার ছোটবোন ফাহরিন শাহান
ছড়া দাদাভাইয়ের উদ্দেশে কিছু বলে।
দাদাভাইয়ের প্রতি ভালবাসা জানিয়ে
আমাদের জন্য এত সুন্দর
কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠা
করার জন্য তাঁর প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করে এবং
ধন্যবাদ জানায়।
এরপর
বক্তব্য রাখেন সহ-সভাপতি
দিল মনোয়ারা মনু। তিনি
বলেন, ‘দাদাভাই শুধু শিশুদের ভালবাসতেন
না; তিনি দেশ ও
জাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেন
সবসময়।’
বক্তব্য
রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেলার
ট্রাস্টিবোর্ডের সদস্য শামসুজ্জামান খান। এরপর
বক্তব্য রাখে অনুষ্ঠানের সভাপতি
মেলার শিশু সদস্য আদিব
কিবরিয়া। সে
দাদাভাইয়ের বিভিন্ন কৃতিত্বের কথা স্মরণ করে
তাঁকে শ্রদ্ধা জানায়।
অনুষ্ঠানে
দাদাভাইয়ের চিঠি পড়ে শোনায়
মেলার ছোটবোন অরিন এরং
মেলার ছোটভাই ওম।
সবশেষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার
কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের ভাইÑবোনেরা দাদাভাইয়ের স্মরণে
তাঁর প্রতি গভীর ভালবাসা
ও শ্রদ্ধার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
পরিবেশন করে।
0 Comments