শিল্পাচার্য জয়নুলআবেদিনের ১০৬তম, পল্লীকবি জসীম উদদীনের ১১৬তম এবংবিজ্ঞানী আবদুল্লাহ্ আলমুতী শরফুদ্দিনের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়কচি-কাঁচার মেলা প্রতিবারের মতো এবার ও শিশু-কিশোরদের ছবি-আঁকা, আবৃত্তি এবং বিজ্ঞান বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে । ২০ ও ২১ডিসেম্বর ২০১৯ কচি-কাঁচা ভবনে অনুষ্ঠান সূচী অনুযায়ী সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আগামী ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার সকাল সাড়ে দশটায় কচি-কাঁচামিলনায়তনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এ. কে এম খালিদ । কৃতী তিনজনের স্মৃতিচারণ করবেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ, বম্বে সুইটস্ এন্ড কোম্পানীর হেডঅবমার্কেটিং, মেলার ট্রস্টিবোর্ডের সদস্য ডি.ডি. ঘোষাল, মেলার ট্রাস্টিবোর্ডের সদস্য অধ্যাপক ড. এ.কে.এম. নূর-উন-নবী, প্রবীণসদস্য বদরুলআলম এবং শিশুবক্তা আদিবা তাসনিম খান আরা । শিশুসভাপতি হিসেবে থাকবে মেলার শিশুসদস্য ইয়াসির আরাফাত রাজ ।
0 Comments