Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

আন্তর্র্জাতিকমাতৃভাষাদিবস ও মহানশহীদ দিবসউদযাপন



আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার বিকেল চারটায় কচি-কাঁচা মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

ভাষা আন্দোলনের পটভূমি ওতাৎপর্য সম্পর্কে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলার সভাপতি  খোন্দকার ইব্রাহিম খালেদ, মেলার প্রবীণসদস্য  একুশে পদক প্রাপ্ত, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমানুলহক, মেলার সহ-সভাপতি ড. রওশন আরা ফিরোজ, যুগ্মসাধারণ সম্পাদক নিশাত শারমিন নিশি ও শিশু বক্তা ফাহরিনশাহানছড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করে মেলার শিশুসদস্য নওমি হাসিন অরিণ। অনুষ্ঠানে শহীদ দিবস উপলক্ষে মেলা আয়োজিত হাতের লেখা ও বানান প্রতিযোগিতা, সাহিত্যবাসর(৪র্থ প্রাপ্তিক) এবং গল্পবলা ও বইপড়া প্রতিযোগিতায় বিজয়ীদের  মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কথাবিতান,  সুরবিতান ও নৃত্যবিতানের ভাইবোনেরা অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের উপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।











Post a Comment

0 Comments

যে দোয়া পড়া সুন্নত কঠিন বিপদ থেকে বাঁচতে