Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ক্রিকেট উৎসব


                                         হাসানাত জোহা সৌহার্দ্য

বছর শেষে নতুন বছর আসতেই মেলার খুদে ভাই-বোনেরা একটি প্রশ্নের উত্তর দিতে হাপিয়ে ওঠে মেলার কর্মী ভাইয়েরা। প্রশ্নটি হচ্ছে “ভাইয়া, ক্রিকেট উৎসব কবে থেকে শুরু হবে?” ক্রিকেট উৎসবের জন্য মেলার কচি-কাঁচাদের অধীর আগ্রহে অপেক্ষা করার পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। তা কারণগুলো কী? কারণগুলোর একটি হচ্ছে ক্রিকেট উৎসবের সময় কচি-কাঁচার মেলা একটা ছোট-খাট মিলনমেলায় পরিণত হয়। যাদের চেহারা সারাবছরের জন্য একটিবারও দেখা যায় না তারা ঠিক ক্রিকেট উৎসবের সময় এসে হাজির হয়। আরেকটি কারণ হচ্ছে ক্রিকেট উৎসবকে ঘিরে অনেক মজার মজার স্মৃতি জড়িয়ে আছে। সে কথা না হয় অন্য সময় লেখা যাবে। আমার উপর আবার কড়া নির্দেশ রয়েছে যে কোনরকম ধানাই-পানাই না করে রিপোর্ট লিখে দিতে হবে।

মার্চ মাসের দ্বিতীয় শুক্রবার থেকে ক্রিকেট উৎসবের অষ্টম আসর শুরু হয়। কিন্তু নানা কারণে চূড়ান্ত পর্বের খেলা শেষ হতে বেশ কিছু দিন লেগে যায়। বরাবরের মতো চারটি দল নিয়ে ক্রিকেট উৎসব শুরু হলো। প্রথম দুই ম্যাচের সহজ জয় তুলে জসীমউদ্দীন টাইগার্স ফাইনালে তাদের স্থান নিশ্চিত করে। বাকি তিনটি দলের মধ্যে ফাইনালে উঠার জন্য তুমুল ব্যাট- বলের লড়াই শুরু হল। কোন দলই কারও চেয়ে কোনো অংশেই কম নয়। অবশেষে ফাইনালের দ্বিতীয় দলের স্থানটি নিজেদের করে নিল সুফিয়া কামাল গ্লাডিয়েটরস্। ফাইনালের আগে দুই দলের খেলোয়াদের দেখে মনে হচ্ছিল যেন তারা বিশ্বকাপ খেলতে নামছে। তবে আমাদের ক্রিকেট উৎসব বিশ্বকাপ থেকে কোনো অংশেই কম না।

ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করা সুফিয়া কামাল গ্লাডিয়েটরস্ জসীমউদ্দীন টাইগারস্রে ফাস্ট বোলার শাহাদাতের দারুন বোলিং আক্রমণের মুখে পড়ে ওভারে সংগ্রহ করে মাত্র ১০৪ রান। দ্বিতীয় ইনিংসে পিয়ালের দুর্দান্ত বল এবং ক্যাচে শাহাদাত সাজঘরে ফিরে গেলে ম্যাচের মোড় ঘুরে যায়। জসীমউদ্দীন টাইগার্স দলের ব্যাটিং বিপর্যয় নামে ঠিক তখন দলের খুদে খেলোয়াড়েরা ভাবে কাজটা তাদেরই করতে হবে। তাদের ছোট ছোট ছক্কা-চারে জসীমউদ্দীন টাইগার্স তাদের লক্ষ্যে ঁেপৗছে যেতে থাকে। শেষ ওভারে জসীমউদ্দীন টাইগার্সের প্রয়োজন ছয় বলে আঠারো রান। টান টান উত্তেজনা। সকল উত্তেজনার ওপর জল ঢেলে ঠিক তখনই নামলো তুমুল কালবৈশাখী ঝড়। ঝড় কিছুক্ষণের মধ্যে থেমে গেলেও মাঠ ভেজা থাকার কারণে খেলা আর মাঠে গড়াল না। ঠিক করা হলো ওভার প্রতি রান-রেটের হিসেবে ম্যাচের বিজয়ী দল নির্ধারিত হবে। সকল হিসাব-নিকাশ করা হল। ওভার প্রতি রান-রেটের হিসেবে ক্রিকেট উৎসব ২০১৮-র বিজয়ী হলো সুফিয়া কামাল গ্লাডিয়েটরস্ ।

Post a Comment

0 Comments

যে দোয়া পড়া সুন্নত কঠিন বিপদ থেকে বাঁচতে