ফাইরুজ হায়দার দীপ্য
আমাদের সবচেয়ে অপছন্দের কোনো বিষয় যদি হয়ে থেকে থাকে, তা হলে সেটা অঙ্ক! আর সেই ১,২,৩,৪ দিয়েই কী না এত্তো সুন্দর পাখি বানিয়ে ফেললেন ইজেলের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি।
বলছিলাম কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে যাওয়া জয়নুল-জসীম-আল মুতী জন্মোৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার কথা। ইজেলের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি আর কেউ নন বিখ্যাত চিত্রশিল্পী স্বপন চোধুরী।
শুক্রবার ভোর থেকে হাড়-কাঁপানো শীতের মধ্যেই অগণিত শিশুর পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। ঘুম ঘুম ভাব তাদের চোখে, মায়ের কোলে হাই তুলছে অনেকে। এরই মধ্যে সকাল সাড়ে ৯টায় শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন শিল্পী স্বপন চৌধুরী। উপস্থিত ছিলেন মেলার ট্রাস্টিবোর্ডের সদস্য খোন্দকার মো আসাদুজ্জামান,মেলার প্রবীণ সদস্য বদরুল আলম, মেলার কোষাধ্যক্ষ দীপক চক্রবর্তী, মেলার যুগ্ম-কোষাধ্যক্ষ সৈয়দ ফজলুল হাসান ও মেলার সাধারণ সম্পাদক আলপনা চৌধুরী। প্রতিযোগিদের বয়সসীমা নির্ধারিত হয়েছিলো ২- ১৮ বছর।
উৎসবের ২য় দিন বরাদ্দ ছিল পল্লীকবি জসীমউদ্দীনের রচিত কবিতা থেকে আবৃত্তি প্রতিযোগিতা এবং বিজ্ঞানী আবদুল্লাহ আল মুতী স্মরণে বিজ্ঞান বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা। আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয় সকাল সাড়ে ৯টায়। সম্মাননীয় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী অধ্যাপক কাজী মদিনা, আলেয়া ফেরদৌসী, সুপ্রভা সেবতী, ঝর্ণা সরকার, এস.এম মহসিন, তামান্না সারোয়ার নিপা, সাগর লোহানী, ইহিতা জলিল ও ফারহানা মিলি। প্রতিযোগীরা তাদের আবৃত্তির মহিমায় মুগ্ধ করে তোলে বিচারকদের।
সকাল ১১টায় শুরু হয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা। ‘ক’ বিভাগে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার মো. আসাদুজ্জামন ও বদরুল আলম। ‘খ’ বিভাগে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহিদ হাসান, ড, রওশন আরা ফিরোজ ও ডা. সারাহ বানু সূচী। ‘গ’ বিভাগে বিচারক হিসেবে উপস্থিত এ এন রাশিদা, ড. শারমিন মুসা ও আনিস রহমান। প্রতিযোগিতার বিষয়গুলো এত সুন্দর ছিলো যে আমারই মনে হচ্ছিলো ইস্, আমি যদি আবার ছোট হয়ে ওদের সাথে অংশগ্রহণ করতে পারতাম! ওদের বক্তৃতা শুনে আশ্চর্য হয়ে উপলদ্ধি করলাম প্রত্যেকটা চিন্তা-ভাবনা, কল্পনা কতটা স্বতন্ত্র, কতটা বৈচিত্র্যপূর্ণ। একটা ছোট্ট মেয়ে বলছিল, সে জুপিটারে যাবে না; কারণ তা গ্যাসে পরিপূর্ণ। ওর চিন্তা-ভাবনা আর বলার ভঙ্গি দেখে আমি আসলেই অভিভূত হয়ে গেছিলাম। আর এই উৎসব জুড়েই সকল প্রতিযোগির জন্য বরাদ্দ ছিল কমলা আর সেই কমলা খাওয়ার উৎসবে মেতে উঠে মেলার স্বেচ্ছাসেবী ভাইবোনেরাও। কবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতা ২০১৮ এর ফলাফল ‘ক’ শাখায় যারা পুরস্কার পেয়েছে তাদের নামঃ ১ম স্থান নুজহাত নওসীন সায়ান, ২য় স্থান ফাহরিন শাহান ছড়া, ৩য় স্থান প্রশংসা প্রিয়তা বন্দ্যোপাধ্যায়, ৪র্থ স্থান ফাতেমা ইসলাম তুবা, ৫ম স্থান মায়িশা সামিহা ইকবাল, ‘খ’ শাখায় যারা পুরস্কার পেয়েছে তাদের নামঃ ১ম স্থান রুদ্রপিয়া সরকার, ২য় স্থান প্রণিতা উষ্ণ বন্দ্যোপাধ্যায়, ৩য় স্থান-আরিয়ান চৌধুরী ওম, ৪র্থ স্থান উম্মে তাসমিয়াহ তাম্মি,৫ম স্থান নাফিসা ইসলাম নিশাত, ‘গ’ শাখায় যারা পুরস্কার পেয়েছে তাদের নামঃ ১ম স্থান নুসাইবা হাসিন অঙ্কন,২য় স্থান ¯িœগ্ধা রায় মনি, ৩য় স্থান নওবা তাহিয়া হোসেন, ৪র্থ স্থান ইকরা হামিদা চৌধুরী, ৫ম স্থান মোঃ ওয়াসিকুর রহমান। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত ছবি আঁকা প্রতিযোগিতা ২০১৮-এর ফলাফল ‘ক’ শাখায় যারা পুরস্কার পেয়েছে তাদের নামঃ শ্রেষ্ঠ পুরস্কার মির্জা আযান, মেধা পুরস্কার-১ খন্দকার রিয়াজুল আহমেদ, মেধা পুরস্কার-২ অনুভা হালদার, মেধা পুরস্কার-৩ রাজশ্রী রায়, মেধা পুরস্কার-৪ ফারহা লিয়ান্না, মেধা পুরস্কার-৫ মায়িশা সামিহা ইকবাল, মেধা পুরস্কার-৬ ঋষভ শীল হৃদ্ধি, মেধা পুরস্কার-৭ রাজ্যশ্রী সাহা, ‘খ’ শাখায় যারা পুরস্কার পেয়েছে তাদের নামঃ শ্রেষ্ঠ পুরস্কার সাদিয়া ইসলাম মাইষা, মেধা পুরস্কার-১ আসিফ হোসেন আফ্রিদি, মেধা পুরস্কার-২ নাফিসা ইসলাম নিশাত, মেধা পুরস্কার-৩ ফারহাত লামিসা, মেধা পুরস্কার-৪ ফারিনা জাহান অর্পিতা, মেধা পুরস্কার-৫ আনি ফাতেহা আয়ান, মেধা পুরস্কার-৬ রোকাইয়া রহমান ত্বাহা, মেধা পুরস্কার-৭ নুরুল আফতাব ‘গ’ শাখায় যারা পুরস্কার পেয়েছে তাদের নামঃ শ্রেষ্ঠ পুরস্কার ফাহমিদা জাহান অর্পা, মেধা পুরস্কার-১ অনামিকা রাজবংশী, মেধা পুরস্কার-২ আফরিদা ফরহানা খান, মেধা পুরস্কার-৩ আনিকা তাহসীন, মেধা পুরস্কার-৪ উম্মে হাফসা নিম্মি। আল মুতীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিজ্ঞান বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা -২০১৮ এর ফলাফল ‘ক’ শাখায় যারা পুরস্কার পেয়েছে তাদের নামঃ ১ম স্থান নুজহাত নওসীন সায়ান, ২য় স্থান রাজ্যশ্রী সাহা, ৩য় স্থান আরিয়ান চৌধুরী ওম, যুগ্ম৩য় স্থান রাইসুর রোকাত ‘খ’ শাখায় যারা পুরস্কার পেয়েছে তাদের নামঃ ১ম স্থান উষশী দিব্যাংশু তমঘœ মহীন, ২য় স্থান শবনম মুশতারী রিমঝিম ; ৩য় স্থান প্রণিতা উষ্ণ বন্দ্যোপাধ্যায় ‘গ’ শাখায় যারা পুরস্কার পেয়েছে তাদের নামঃ ১ম স্থান নুসাইবা হাসিন অঙ্কন, ২য় স্থান শাঁওলী সামরিজা ইসলাম, যুগ্ম ২য় স্থান আনান আবরার ইসলাম, ৩য় স্থান মুহাম্মদ সাজাওয়ার হোসেন (অরণ্য), ৪র্থ স্থান সামিহা আবদিন শ্রেয়া।
0 Comments